Top
সর্বশেষ

রণবীর সিংকে সিনেমায় নিতে চাইছেন না প্রযোজকরা

১৭ এপ্রিল, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
রণবীর সিংকে সিনেমায় নিতে চাইছেন না প্রযোজকরা
বিনোদন ডেস্ক :

ভালো যাচ্ছে না রণবীর সিংয়ের দিনকাল। একের পর এক ছবি ফ্লপ। হাতছাড়া হচ্ছে কাজও। অ্যাকশন, রোমান্টিক, কমেডি-নানা ঘরানার ছবিতে কাজ করেও কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না পর্দার বাজিরাও।

ভারতীয় গণমাধ্যমের খবর, একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় রণবীরের উপর আর ভরসা রাখতে পারছেন না ছবি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে তাঁকে রাখতে কিছুটা ইতস্তত করছেন প্রযোজক-পরিচালকরা। এই কানাঘুষোর মধ্যেই খবর ছড়াল ‘যশরাজ ফিল্মস’ থেকে বাদ পড়ছেন রণবীর।

আনন্দবাজার জানায়, একের পর এক ফ্লপ ছবির জেরে এ বার তাঁর সঙ্গে কাজ করায় আপত্তি জানিয়েছে ওয়াইআরএফ।

২০২১ থেকে শুরু। ওই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘৮৩’। ছবি মুক্তির আগে প্রচারে সাড়া জাগালেও বক্স অফিসে একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি কবীর খান পরিচালিত রণবীর সিংয়ের ওই ছবি। এমনকি, দীপিকা পাড়ুকোনের বিশেষ চরিত্রও ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারেনি ‘৮৩’-কে। তার পর ২০২২ সালে মুক্তি পায় ‘জয়েশভাই জোরদার’। বক্স অফিসে একেবারেই ব্যবসাও করতে পারেনি ওই ছবি। মাত্র ১৬ কোটি টাকায় শেষ হয় জয়েশভাইয়েরর বক্স অফিস যাত্রা।

২০২২-এর শেষের দিকে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ওই ছবিও। তার পর থেকে প্রায়ই অন্তরালে চলে গিয়েছেন রণবীর সিং। ফ্লপের হ্যাটট্রিকের পরে একেবারে মুষড়ে পড়েছেন এক সময়ের জনপ্রিয় তারকা।

শেয়ার