Top
সর্বশেষ

হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার

১৭ এপ্রিল, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
হাসপাতালে ভর্তি মধুমিতা সরকার
বিনোদন ডেস্ক :

সোমবার হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার। যা দেখে অনেকেরই চক্ষুস্থির। হঠাৎ কী হল অভিনেত্রীর! চোখে হাই পাওয়ারের চশমা। হাতে ড্রিপ। বালিশের পাশে রাখা একটি বই। শত অসুস্থতাও মুছে দিতে পারেনি মধুমিতার মুখের এই হাসি। ক্যাপশনে নিজেই জানালেন, মারাত্মক কিছু হয়েছিল। তবে এখন সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

কী হয়েছিল অভিনেত্রীর? মধুমিতা নিজের মুখেই সে কথা জানিয়েছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই পেটে ব্যথা হচ্ছিল। সেই নিয়েই চলছিল শুটিং। পরে চিকিৎসকের কাছে গেলে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। আপাতত হাসপাতালেই রয়েছেন। রোববার হয়ে গিয়েছে অপারেশন। মধুমিতার কথায়, রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভাল আছি।

আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মধুমিতাকে। তারপরেই ফের ফিরতে পারবেন শুটিং সেটে।

শেয়ার