Top
সর্বশেষ

পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন-শিক্ষকরা পেলেন ঈদ সালামি

১৭ এপ্রিল, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন-শিক্ষকরা পেলেন ঈদ সালামি
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ইয়াতিমখানা মাদরাসার শিক্ষককে পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা ঈদ সালামি উপহার দিয়েছেন পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া ১৬ টি এতিমখানায় শিশুদের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

সোমবার সকালে পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে ১৩০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন,খাদেম এবং ১৬ টি এতিমখানার শিক্ষকদের এসব ঈদ সালামি ও চাল হস্তান্তর করা হয়।

এসময় মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আমি সবসময় আপনাদের পাশে আছি ও থাকবো। আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এসময় প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, পৌরসভার সচিব শ্যামল দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার