Top
সর্বশেষ

বিমানের সিটের নিচে মিললো কোটি টাকার স্বর্ণ

১৭ এপ্রিল, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
বিমানের সিটের নিচে মিললো কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি বিমানের তিনটি আসনের নিচ থেকে ১ কেজি ৩৯২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। এর আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। গত রোববার রাত ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২২ ফ্লাইটের তিনটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে।

ফ্লাইটটি অবতরণের পর বিমানের এক ক্রু আমাদের বিষয়টি জানান। তবে কে বা কারা বারগুলো এনেছে সেটি আমরা নিশ্চিত নই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

শেয়ার