Top
সর্বশেষ

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে সোহেল রানা

১৮ এপ্রিল, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে সোহেল রানা
বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নাক ও প্রযোজক সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই চোখের জটিলতায় ভুগছেন তিনি।

গত সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানান সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। মাশরুর বলেন, ‘রাত ১১টার দিকে ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চোখে সমস্যার কারণে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে হবে বাবাকে।’

চিকিৎসাজণিত কারণে সোহেল রানাকে নিয়ে টানা ১০ দিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানান মাশরুর। এরপর দেশে ফিরবেন অভিনেতা। এর আগে, গত বছরও তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেয়ার