Top
সর্বশেষ

বানশালির ছবিতে শাহরুখ-কিয়ারা!

১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
বানশালির ছবিতে শাহরুখ-কিয়ারা!
বিনোদন ডেস্ক :

বক্স অফিসে ‘পাঠান’র ব্যাপক সাফল্যের পর এবার গুঞ্জন কিয়ারা আদভানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান। মাঝে বেশকিছু বছর তিনি কোনো ছবিতে কেন্দ্রিয় চরিত্রে কাজ করেননি। ২০১৮ সালে ‘জিরো’র পর আবার ২০২৩ সালে ‘পাঠান’র হাত ধরে প্রায় পাঁচ বছর পর তাকে নাম ভূমিকায় দেখা গেল। এই ছবির বিশাল সাফল্য দেখে এখন বহু পরিচালকই আবার শাহরুখের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তাদের মধ্যে সঞ্জয় লীলা বানশালী অন্যতম। শোনা যাচ্ছে, আবার বলিউডে সঞ্জয়ের ছবিতে দেখা যাবে শাহরুখকে।

সঞ্জয়ের সঙ্গে শাহরুখের শেষ কাজ ছিল ‘দেবদাস’ তারপর বহু বছর একসঙ্গে কাজ করেননি তারা। সঞ্জয়ের আসন্ন ছবি ‘ইনশাল্লাহ’তে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তার বিপরীতে থাকবেন কিয়ারা। তবে এই ছবিতে শুরুতে শাহরুখের কাজ করার কোনো সম্ভাবনা ছিল না। সে জায়গায় অন্য এক ‘খান’-এর কাজের কথা হয়েছিল। তিনি হলেন বলিউডের ভাইজান সালমান খান। কিন্তু তার সঙ্গে কাজ সংক্রান্ত মতান্তর দেখা দেওয়ায় এই ছবি কাজ মুলতবি রেখেছিলেন সঞ্জয়।

বর্তমানে তিনি আবার সেই কাজে হাত দিয়েছেন। ছবির জন্য নতুন করে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি। নব্বইয়ের দশকের দুই মেগা-তারকা রয়েছেন তার ভাবনায়। তার মধ্যেই হঠাৎ ভাইরাল এক ট্যুইট, যেখানে বলা হয় শাহরুখ-কিয়ারা জুটি বাঁধতে চলেছেন। ছবিটি হবে মূলত রোমান্টিক কমেডি। সম্ভবত মুক্তি পেতে পারে ২০২৫ সালের।

তবে অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টি গুজব। শাহরুখ-কিয়ারাকে নিয়ে রটনা হচ্ছে। বর্তমানে কিয়ারা ‘সত্য প্রেম কি কথা’ নামে একটি রোমান্টিক কমেডি ছবির শুটিংয়ে ব্যস্ত যেটি এই বছরই মুক্তি পাবে। অন্যদিকে শাহরুখ খানকে দক্ষিণি পরিচালকের ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যাবে এমনটাই গুঞ্জন বলিউডে।

শেয়ার