Top
সর্বশেষ

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নজর কাড়লেন ঋতাভরি

১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নজর কাড়লেন ঋতাভরি
বিনোদন ডেস্ক :

অন্যান্য বছরের মতো চলতি বছরেও বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দেখা গেল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। টলিউডের পাশাপাশি বলিউডেও সমান ভাবে জনপ্রিয় ঋতাভরী। আয়ুষ্মান খুরানা, পাভেল গুলাটি, রজত কাপুরসহ অনেকের সঙ্গেই ইতোমধ্যেই কাজ করেছেন তিনি।

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলি তারকাদের মাঝেও আলাদাভাবে নজর কেড়েছেন ঋতাভরী। নিজের সোশ্যাল পেজ থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে তাকে কালো শাড়ির সঙ্গে খোলা চুলে অনুরাগীদের নজর কেড়েছেন।

বাবা সিদ্দিকি বলিউডের কোনো ব্যক্তিত্ব নন। তিনি মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে তিনবারের বিধায়ক। বরাবরই বলিউডের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রয়েছে তার। সেই কারণে তার দেওয়া পার্টিতে বলিপাড়ার তাবড় তাবড় তারকাদের আনাগোনা চলতেই থাকে। শুধু তাই নয়, বলিপাড়ায় কানপাতলেই শোনা যায়, যখনই কোনো তারকা বিপদে পড়েছেন, তাকে সাহায্য করেছেন বাবা সিদ্দিকি। সেই কারণে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ইন্ডাস্ট্রিতেও বিধায়কের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে।

চলতি বছরের বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, প্রীতি জিনতা, সালমান খান, শেহনাজ গিল থেকে শুরু করে বড় এবং ছোটপর্দার একঝাঁক নামকরা তারকা। সেই পার্টিতেই হাজির ছিলেন ঋতাভরীও।

বাবা সিদ্দিকির ইফতার পার্টির জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। অতিথিদের যেন কোনো অসুবিধা যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল। বাবা সিদ্দিকি নিজেই তদারকি করেছেন সবকিছু।

শেয়ার