Top
সর্বশেষ

১৭ বছর পর ফের মঞ্চে রুদ্রনীল

১৮ এপ্রিল, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
১৭ বছর পর ফের মঞ্চে রুদ্রনীল
বিনোদন ডেস্ক :

সিনেমা, রাজনীতির মাঝে কেটে গেছে ১৭ বছর। সেই ১৭ বছর পেরিয়ে ফের নাটকের মঞ্চে রুদ্রনীল ঘোষ। তিতাস নাট্য সংস্থার দশম প্রযোজনা অগ্নিজল নাটকে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে।

সোশ্যাল মিডিয়ায় সেই নাটকের মহড়ার ছবি পোস্ট করেছেন রুদ্র। ছবি পোস্ট করে রুদ্রনীল লিখেন, ‘২০০৬ সেই বিখ্যাত নাটক ফ্যাতাড়ু-তে অভিনয়ের ১৭ বছর পর আবার ফিরছি থিয়েটারের মঞ্চে! এবার তিতাসের দশম প্রযোজনা ‘অগ্নিজল’ নাটকে! ধন্যবাদ ‘তিতাস’ , ধন্যবাদ শর্বরী ও আবির ! নাটক: গিরীশ কারনাড। অনুবাদ: বিভাস চক্রবর্তী। পরিচালনা : আবির।”

আগামী ২৩ জুন মুক্তি পাবে রুদ্রনীলের প্রথম বলিউড ছবি ‘ময়দান’। এই ছবিতে অজয় দেবগণের পাশাপাশি দেখা যাবে তাকেও। এছাড়াও রুদ্রর হাতে রয়েছে সৌমিক হালদারের ছবি আবার বিবাহ অভিযান টু। অনির্বাণ ভট্টাচার্য়, অঙ্কুশের সঙ্গে এই কমেডি ছবিতে দেখা যাবে রুদ্রকে। ছবিটি মুক্তি পাবে ৮ জুন। এরই মধ্যে এবার নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

শেয়ার