Top

ফ্যানের বাতাস ঠান্ডা করার টিপস

১৮ এপ্রিল, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
ফ্যানের বাতাস ঠান্ডা করার টিপস
লাইফস্টাইল ডেস্ক :

অনেকের ধারণা, ফ্যানের কাছে বরফ রেখে দিলেই ঘর ঠান্ডা হবে। কিন্তু বরফ রাখারও আছে বিশেষ কিছু টিপস, সে টিপস মেনে চললেই ফ্যানের বাতাসে ঘর হবে ঠান্ডা।

চলুন জেনে নিন টিপস-

এর জন্য লাগবে দুটো বোতল। বোতলের গায়ে ছোট ছোট ফুটো করে নিন। ফুটোর সংখ্যা বেশি হলে ক্ষতি নেই। বোতলের মাঝখান থেকে নিচ পর্যন্ত ফুটো করুন।

এভাবে দুটো বোতল ফুটো করে তার নিচের দিকটা কেটে নিন অর্ধেক। কাটার পর যাতে সেখান দিয়ে বরফ ঢোকানো যায়। এই অবস্থায় স্ট্যান্ড ফ্যানের পিছনে বাঁধতে হবে দুটো বোতল।

সরু তার পেঁচিয়ে ফ্যানের স্ট্যান্ডের দুপাশে উল্টো করে বেঁধে দিন দুটো বোতল। নীচের বড় কাটা অংশ দিয়ে বরফ ঢালুন। এবার ফ্যান চালিয়ে দিন।

বোতলের ছিপি খোলা রাখতে পারেন‌। এতে বরফ গলে পানি পড়বে‌। সেই পানি ধরে রাখতে নিচে পাত্র রাখুন‌। এভাবে কিছুক্ষণ ফ্যান চললেই ঠান্ডা হবে ঘর।

শেয়ার