ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরের পরিবহন ব্যবসায়ীরা তাদের লক্কড়ঝক্কড় বাস মেরামতে ব্যস্ত হয়ে পরেছেন। বাসগুলো নতুন রূপে সাজাতে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন এসব বাস চকচক করলেও ঈদযাত্রা কেমন হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। ঈদযাত্রায় ফিটনেসবিহীন শত শত বাস রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। নগরীর অর্ধশতাধিক ওয়ার্কশপে দিনরাত চলছে লক্কড়ঝক্কড় এসব বাসের মেরামত ও রঙের কাজ।
নগরীর বাস টার্মিনাল, মাহিগঞ্জ, সিওবাজার আরকে রোডসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ভাঙাচোরা-বিধ্বস্ত বাসগুলোয় রং লাগানোর কাজ চলছে। কাটাকাটি আর জোড়াতালি দিয়ে ফেরানো হচ্ছে নতুন অবয়ব। আর রঙের ছোঁয়ায় পাচ্ছে চোখ ধাঁধানো সৌন্দর্য। এসব বাসের কোনটির ইঞ্জিন ও ব্রেকে সমস্যা। সিটগুলোও ছেঁড়া। আবার কোনোটির বডিতে রং নেই। ঈদযাত্রায় এ বাসগুলো চকচকে হয়ে নতুন রূপে দৃষ্টি কাড়বে যাত্রীদের। ওয়ার্কশপে এখন দম ফেলারও সুযোগ নেই পেন্টিং মেকানিকদের। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারীদের ঈদযাত্রায় বাড়তি বাসের জোগান দিয়ে পুরাতন লক্কড়ঝক্কড় এসব বাসের প্রস্ততি। নাম প্রকাশ না করার শর্তে এসব বাসের চালন, হেলপাড় জানান, ঈদের সময় বহু পুরনো এসব গাড়ি মেরামত করে নতুন সাজে নামানো হচ্ছে সড়কে। বিশেষ করে ২৭ রোজার পর ফিটফাট এ গাড়িগুলো নামানো হবে বলে জানান ওয়ার্কশপের কর্মচারীরা।
রাসেল, মাসুদ ও ইমন নামের মেকানিকরা জানান, ঈদকে সামনে রেখে তাদের গ্যারেজে পুরাতন গাড়ির কাজ বেড়ে গেছে কয়েকগুণ। গাড়িতে রং ও ইঞ্জিনের ক্রটিগুলো মেরামত করা হচ্ছে। এদিকে ফিটনেসবিহীন গাড়িগুলোর চেহারা বদলের কর্মযজ্ঞ চলছে প্রকাশ্যেই। তবে এ ব্যাপারে চোখ ঢেকে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ বিআরটিএর স্থানীয় কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, এসব যানবাহন মারাত্মক ঝুঁকিপূর্ণ। রাস্তায় নামার আগেই প্রতিরোধ করা না গেলে, নিশ্চিত দুর্ঘটনার কারণ হবে এগুলো। জেলা প্রশাসন ওয়ার্কশপগুলোতে নিয়মিত তদারকি করলে এ ফিটনেসবিহীন গাড়িগুলো নামানের উদ্যোগ অনেকটা কমে যাবে। বিআরটিএ সূত্র জানায়, ফিটনেস সনদ আছে রংপুর জেলায় এমন বাস- মিনিবাসের সংখ্যা ৫৩৪টি। অথচ এ জেলার সড়ক-মহাসড়কে চলাচল করে প্রায় সাড়ে ৩ হাজার যাত্রীবাহী বাস-মিনিবাস।