Top
সর্বশেষ

আইএফআইসি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা

১৮ এপ্রিল, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকে দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :

আইএফআইসি ব্যাংকে সম্প্রতি সিএমএসএমই, কৃষি, টেকসই অর্থনীতি, পুনঃঅর্থায়ন ও ক্রেডিট গ্যারান্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে হাইব্রিড মডেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইএফআইসি ব্যাংকের প্রায় ১২০০ কর্মী অংশ নেন।

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর ড. মোঃ আবু বক্কর সিদ্দিক এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর আহমেদ জুবায়ের মাহবুব। এতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডিএমডি ও চিফ বিজনেস (এসএমই অ্যান্ড রিটেইল) অফিসার গীতাঙ্ক দেবদীপ দত্ত, এবং হেড অব রিটেইল ব্যাংকিং ফেরদৌসী বেগম।

আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের ক্ষুদ্র ও মাঝারী কুটির শিল্প, টেকসই অর্থনীতি, কৃষি, পুনঃঅর্থায়ন স্কিম ও ক্রেডিট গ্যারান্টি বিষয়ে জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

শেয়ার