Top
সর্বশেষ

স্বামীর প্রাক্তন প্রেমিকার সুস্থতা কামনা করলেন শুভশ্রী

১৯ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
স্বামীর প্রাক্তন প্রেমিকার সুস্থতা কামনা করলেন শুভশ্রী
বিনোদন ডেস্ক :

নতুন বছরের শুরুটাই চোট দিয়ে হলো মিমি চক্রবর্তীর। হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। যদিও চোট কীভাবে পেয়েছেন মিমি—তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আঘাত পাওয়া হাতের ছবি শেয়ার করে অনুরাগীদের নিজের পরিস্থিতি বোঝালেন নায়িকা। কমেন্ট করে সতীর্থর দ্রুত সুস্থতা কামনা করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন মিমি। এক হাতে চোট পেয়েছেন তিনি। পরে থাকতে হচ্ছে আর্ম স্লিং। গুরুতর আঘাত লেগেছে আঙুলেও। পরেছে সেলাই। সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, কিছু কিছু দিন পরিকল্পনা মতো হয় না।

মন্তব্যের ঘরে মিমির দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্র, মিমির প্রাক্তন বোনুয়া নুসরাত জাহান, স্বস্তিকা দত্ত, দর্শনা বণিকের মতো অভিনেত্রীরা। কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তবে কারোও কমেন্টের উত্তর দেননি মিমি।

মিমি ও শুভশ্রী যে এক সময়ে যুযুধান দু-পক্ষ ছিলেন সেকথা ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায়। পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে দুই নায়িকার দড়ি টানাটানি হট টপিক ছিল চর্চার। শোনা যায়, প্রথমে মিমিই ছিলেন রাজের প্রেমিকা। কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীকেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে বাছেন পরিচালক।

যদিও শুভশ্রী-মিমির তিক্ততা অতীতে থাকলেও এখন আর তাদের মধ্যে তেমন কিছু নেই। ইউভানের জন্য মিমি মাসির পাঠানো উপহারের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। গত বছর রাজ্য সরকারের তরফে প্রাক পুজা অনুষ্ঠানে একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন মিমি-শুভশ্রী। তবে প্রাক্তন রাজের সঙ্গে আর কোনো ছবি করতে দেখা যায়নি মিমিকে।

শেয়ার