Top
সর্বশেষ

আমি কোনো পাপ করিনি: ববি

১৯ এপ্রিল, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
আমি কোনো পাপ করিনি: ববি
বিনোদন ডেস্ক :

এবার রোজার ঈদে মুক্তি পাচ্ছে ‘পাপ’ শিরোনামের একটি সিনেমা। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। গতকাল মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী, নির্মাতাসহ সংশ্লিষ্টরা। সম্মেলনে অভিনেত্রী ইয়ামিন হক ববি জানান, এ ছবি করতে গিয়ে তিনি কোনো পাপ করেননি।

জীবনে এমন কোনো পাপ করেছেন কি যা এই ছবি করতে এসে মনে পড়েছে—জানতে চাইলে ববি বলেন, ‘আমি এখানে কোনো পাপ করিনি। যারা পাপ করেছিল তাদের পেছনে ছিলাম।’

ছবিটি প্রসঙ্গে ববি বলেন, ‘এটি একটি ক্রাইম থ্রিলার ছবি। একটি নতুন জনরার ছবি। দর্শক নতুন স্বাদের কিছু পাবেন এখানে। কারণ, এ ধরণের ছবি সাধারণত খুব একটা তৈরি হয় না আমাদের এখানে ‘

সিনেমাটিতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন ববি। চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে—জানতে চাইলে ববি বলেন, ‘প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এই চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে।’

ঈদ উৎসবকে ঘিরে মুক্তির মিছিলে রয়েছে বেশকিছু ছবি। সেসব ছবি মাঝে নিজের ছবি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ববি। কারণ হিসেবে তিনি জানান, তার অভিনীতি এই ছবিটি মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একেবারেই আলাদা।

সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। এর চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। প্রাযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

শেয়ার