Top
সর্বশেষ

তেলেগু সিনেমায় বলিউডের নবাব সাইফ

১৯ এপ্রিল, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ
তেলেগু সিনেমায় বলিউডের নবাব সাইফ
বিনোদন ডেস্ক :

বলিউডের পর এবার তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলী খান। তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেকের জন্য ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাইফ।

সাইফ‘এনটিআর ৩০’ সিনেমার সেটে যে গিয়েছিলেন তার ছবিও ইতোমধ্যে দেখা গেছে।

বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবির নায়ক হিসাবে। তার পরে অবশ্য বহু বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ‘ওমকারা’, ‘ফ্যান্টম’-এর মতো ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের দ্বারা। গত কয়েক বছরে খলনায়কের চরিত্রের দিকেই বেশি ঝুঁকেছেন সাইফ। সম্প্রতি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা গেছে সাইফকে।

‘এনটিআর ৩০’-এও খল চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাকে। সপ্তাহ খানেক আগে শোনা গিয়েছিল, সিনেমা না কি করবেন না সাইফ। এখন খবর, ‘আরআরআর’ তারকার সঙ্গে অভিনয় করার সুযোগ নাকি ছাড়তে নারাজ বলিউডের নবাব।

‘এনটিআর ৩০’-এ এনটিআর জুনিয়রের পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও। এ সিনেমায় বাবা ও ছেলে— দু’জনের চরিত্রেই অভিনয় করবেন ‘আরআরআর’ তারকা।

শেয়ার