Top
সর্বশেষ

বিয়ে নয়, মাতৃত্বের খবর দিলেন ইলিয়ানা

১৯ এপ্রিল, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
বিয়ে নয়, মাতৃত্বের খবর দিলেন ইলিয়ানা
বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হচ্ছেন। গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন। এ খবরে তাঁর অনুসারীদের মাঝে উচ্ছ্বাস ও কৌতূহল দুটোই কাজ করছে। কেননা অভিনেত্রী এখনও অবিবাহিত।

ইনস্টাগ্রামে শিশুর জামা ও একটি লকেটের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। এর মধ্যে জামার গায়ে লেখা ‘রোমাঞ্চকর অভিযান শুরু’। আর অভিনেত্রীর গলায় ঝোলানো লকেটটিতে লেখা রয়েছে ‘মামা’। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখতে তর সইছে না আর।’

ইলিয়ানার এই পোস্টে তাঁর মা সামিরা ডি’ক্রুজ মন্তব্য করেছেন, ‘শিগগিরই আমার নাতি-নাতনিকে পৃথিবীতে স্বাগতম জানাচ্ছি। অপেক্ষা সইছে না।’ ইলিয়ানার মাতৃত্বের এই আচমকা ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। কারণ ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী এখনও দাম্পত্য জীবনে পা রাখেননি। তাই এ নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন তাঁর পোস্টে। যদিও বর্তমান সময়ে সিঙ্গেল প্যারেন্টিং অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

এদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিন লরেন্ট মাইকেলের সঙ্গে ইলিয়ানার প্রেমের গুঞ্জন রয়েছে। কিছুদিন আগে মালদ্বীপে সেবাস্টিনের জন্মদিনে অংশ নিয়েছিলেন ইলিয়ানা। বিষয়টি নিয়ে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহরও কথা বলেছিলেন। যদিও ইলিয়ানা-সেবাস্টিন এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

 

শেয়ার