প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ০৭নং দাউদপুর ইউনিয়নে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার এবংগত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, দলীয় নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত উপকারভোগীসহ ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার বিরতি ছাড়া ২ দিন ধরে চাল বিতরণ অব্যাহত আছে। আমার ইউনিয়নের মোট ৬ হাজার ৪শত ৬১ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে।