Top
সর্বশেষ

৩১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯ এপ্রিল, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
৩১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৩১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মো. লিটন (৩৫)কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাকে চরফ্যাশন আদালতে সোর্পাদ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. লিটন এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কারিকর কান্দির মো. আলী মিয়ার ছেলে। শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এস আই) (নি:) মো: সোলায়মান, এএসআই(নি:) মো: মনিরুজ্জামান, এএস আই(নি:) শওকত উল করিম, এএসআই (নি:) ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শশীভূষণ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১০পিচ ইয়াবাসহ মো. লিটনকে আটক করে।

এছাড়াও লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে বুধবার সকালে চরফ্যাশন আদালতে সোর্পাদ করা হয়েছে।

শেয়ার