Top
সর্বশেষ

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২৫ এপ্রিল, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শেরপুর প্রতিনিধি: :

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার বিকেলে ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

এর আগে গত শনিবার ঈদের দিন রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে। শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া।

লিখিত অভিযোগ ও কলেজ ছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চায়। এসময় ওই কলেজ ছাত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে কলেজ ছাত্রীর চিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানায়। বিষয়টি নিয়ে সময়ক্ষেপন হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং এর পরামর্শে সোমবার বিকেল চারটার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার। তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নাহলে আদিবাসী নারীরা সুরক্ষিত থাকতে পারবে না।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো, সোহেল মাহমুদ পিপিএম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপ্রাপ্তির এক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপার্দ করা হবে।

শেয়ার