Top

এবার ৩৩ লাখ টন ধান উৎপাদনের আশা

২৫ এপ্রিল, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
এবার ৩৩ লাখ টন ধান উৎপাদনের আশা
রংপুর প্রতিনিধি  :

ঝড়বৃষ্টির শঙ্কা আর পোকার আক্রমণ থেকে কৃষকেরা তাদের ক্ষেতের ফসল বাঁচাতে রংপুর অঞ্চলের কৃষকরা আগেভাগে বোরো ধান কাটতে শুরু করেছেন । নানা আশঙ্কার পরর রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার ৩৩ লাখ টন ধান উৎপাদনের আশা করছেন কৃষিবিভাগের কর্মকর্তারা।

রংপুর আঞ্চলিক কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৩ হেক্টর জমিতে ব্লাস্টের সংক্রমণ দেখা গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে ধানরক্ষায় ৮০ শতাংশ পাকলেই তা কেটে ঘরে তুলছেন কৃষকরা। তারপরও চলতি বছর ৫টি জেলায় ৫ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় সাড়ে ৩৩ লাখ টনের বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখা গেছে, পরিপূর্ণভাবে পাকার আগেই বোরো ধানের ক্ষেতে কাস্তে চালাতে শুরু করেছেন উত্তরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার কৃষকরা। আধাপাকা ধান কেটে দ্রুত ঝাড়া মাড়াই শেষে গোলায় তুলতে ব্যস্ত তারা। বিদ্যুৎ আর সারের বাড়তি দামের পর এবার ফলন ভালো হয়েছে রংপুর কৃষি অঞ্চলের জেলাগুলোতে। কৃষকরা জানান, ধান ঝড় আর শিলাবৃষ্টি থেকে বাঁচাতে পুরোপুরি পাকার আগেই কাটতে হচ্ছে। আগাম ধান কাটার কারণ হিসেবে ব্লাস্টরোগের কথাও বলছেন কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান বলেন, জেলায় ১৩ হেক্টর জমিতে ব্লাস্টের সংক্রমণ দেখা গিয়েছে। এটা অনেকটা প্রতিরোধও হয়েছে। এ ছাড়া এ সময় কালবৈশাখীর দাপটও দেখা যায় তাই ৮০ শতাংশ ধান পাকলেই তা কাটার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। অনেক এলাকায় ধান কাটার কাজও শুরু হয়েছে। এবার ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি কৃষকেরা এবার ভালো দামও পাবেন।

শেয়ার