Top
সর্বশেষ

অর্জুনের অক্ষমতা ফাঁস করলেন মালাইকা

২৬ এপ্রিল, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
অর্জুনের অক্ষমতা ফাঁস করলেন মালাইকা
বিনোদন ডেস্ক :

প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেত মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। কয়েক বছর ধরেই লিভ ইন করছেন। এবার প্রমিকা মালাইকা নিজের হাঁটুর বয়সী অর্জুনের গোপন তথ্য ফাঁস করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি মালাইকা জানিয়েছেন, তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। শুধু তা-ই নয়, অর্জুন নাকি চা পর্যন্ত করতে পারেন না। তাকে রান্না করতে বলাটাও বোকামি। মালাইকার কথায়, ‘আমিই অর্জুনের জন্য রান্না করি। যে রান্না করতেই জানে না, তাকে সেই কাজের ভার দেওয়ার কোনও মানে হয় না। তবে আমার রান্না ও খুব উপভোগ করে, এটাই ভালো লাগার জায়গা।’

বেশকিছুদিন ধরে মালাইকা-অর্জুনের বিয়ে নিয়ে চর্চা চলছিল। কবে বিয়ে করছেন তারা প্রশ্নটির সম্মুখীন হতে হতে জীবন অতিষ্ঠ। এ প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই তার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে।’

মালাইকার চেয়ে ১২ বছরের ছোট অর্জুন। এ নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে। তবে সেসবের উত্তর দিয়েছেন পর্দার মুন্নি। জানিয়েছেন, অর্জুন বয়সে ছোট হলেও মানসিকভাবে পরিণত। তার মতো সঙ্গী আজকাল খুঁজে পাওয়া কঠিন বলেও মনে করেন তিনি।

শেয়ার