রংপুর জেলা আওয়ামীলীগের এক নম্বর যুগ্ন-আহবায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রাজু আহামেদ,কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন সরকারের মদদে হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছেন কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক আব্দুল হান্নান তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ এপ্রিল সোমবার রাতে হারাগাছ খানসামা হাটে একদল চিহৃত সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রংপুর জেলা আওয়ামীলীগের এক নম্বর যুগ্ন-আহবায়ক এমএ মাজেদের মদদে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রাজু আহামেদ সন্ত্রাসীদের নিয়ে দলীয় কার্যক্রমে বাধা প্রদানসহ নানান ষড়যন্ত্র করছে।
তারা কাউনিয়া উপজেলার সার্বিক পরিস্থিতি অশান্ত করে তুলেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত ২৪ এপ্রিল সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হারাগাছ ইউনিয়নের খানসামা ঈমামগঞ্জ মাঠে আসেন। এসময় নেতাকর্মীরা কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান আনোয়ারুল ইসলাম মায়ার নামে শ্লোগান দেয়। রংপুর জেলা আওয়ামীলীগের এক নম্বর যুগ্ন-আহবায়ক মাজেদ আলী বাবুলের নামে শ্লোগান না দেওয়ায় আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রাজু আহামেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী নেতাকর্মীদের মারপিট করে অনুষ্ঠান পন্ড করে দেয়। এর পর রাত আটটার দিকে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রাজু আহামেদের নেতৃত্বে খানসামা ঈমামগঞ্জ স্কুলের সামনে সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে সেখান থেকে চলে যায়।
কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যখন সুষ্ঠভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে তখন নেতৃত্বে শূন্য করার জন্য ষড়যন্ত্র শুরু করছে তারা। সংবাদ সম্মেলনে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সংগঠন বহিস্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবী জানান। সেই সাথে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক ও সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।