ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্ন জগত নামে একটি পার্কে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার দায়ে যুবক নারী ও পার্কের কর্মচারী সহ ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। জানা যায়, প্রেমিক-প্রেমিকাদের অনৈতিক কাজ চলে এমন সংবাদের ভিত্তিতে পার্কে অভিযান চালায় পুলিশ। এসময় একটি কক্ষে অবৈধ কাজে লিপ্ত থাকায় হাতেনাতে যুবক ও নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতদের একজন দিনাজপুরের এবং বাকি চারজন ঠাকুরগাঁও সদর উপজেলার।
পরে তাদের নিয়ে যাওয়া হয় নির্বাহী অফিসারের কার্যালয়ে। ঘটনার প্রেক্ষিতে পরে আটককৃতদের নিয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। এবিষয়ে পার্কের মালিক গোলাম সারোয়ার চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘পার্কের ভিতরে এমন অবৈধ কাজে লিপ্ত হওয়ায় এবং তাদের সহযোগিতা করার অপরাধে পার্কের স্টাফ সহ ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে পার্কের ভিতরে যাতে আর এমন অনৈতিক কার্যকলাপ না ঘটে তার জন্য পার্কের মালিক সারওয়ার চৌধুরীকে সতর্ক করা হয়েছে।