Top
সর্বশেষ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই অভিনয়শিল্পী

২৭ এপ্রিল, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই অভিনয়শিল্পী
বিনোদন ডেস্ক :

বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। মা উড়ালপুলে দুর্ঘটনার মুখে পড়েন তারা। ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা নিজেই নেটমাধ্যমে জানান সপ্তর্ষি। বলেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা।

ইনস্টাগ্রামে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন সপ্তর্ষি। তিনি জানান, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে তাদের। তার বিবরণ অনুযায়ী, একটি গাড়ি ভুল দিক থেকে এসে প্রচণ্ড গতিতে তাদের গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। তখনই তাদের গাড়িটিকে সেই গাড়িটি ধাক্কা মারে।

সপ্তর্ষি জানান, এই দুর্ঘটনার জেরে তাদের গাড়িটি ব্রিজ থেকে পড়ে যেতে পারত। এমনকি এক বাইক আরোহীর মৃত্যু পর্যন্ত হতে পারত। শুধুমাত্র চালকের দক্ষতার জেরে প্রাণে বেঁচেছেন তারা।

অভিনেতার ধারণা, যে গাড়িটি তাদের গাড়িকে ধাক্কা দেয়, সেটির চালক ছিলেন মত্ত অবস্থায়। তার পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে পুরো বিষয়টি জানিয়েছেন অভিনেতা।

শেয়ার