Top
সর্বশেষ

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

২৭ এপ্রিল, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্রে ১ হাজার ৪১৪টি কক্ষের মাধ্যমে ৫ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নোমান নোমান আল মাহমুদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির কামাল পাশা এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। তবে এর মধ্যে ৭৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে ১৭ জন করে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সাধারণ কেন্দ্রের জন্য ১৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে সকাল ৮টায় নগরীর বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।

এ সময় তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ভোটারদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

তবে চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষমতাসীন কর্তৃক কয়েকটি কেন্দ্রে আমাদের এজেন্টদের হেনস্তার খবর পাচ্ছি। বিশেষ করে ৯নং চরণদ্বীপ ওয়ার্ড ও পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কিছু কেন্দ্র। আমরা ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধের জন্য লিখিত অভিযোগ করেছি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগও আসেনি। নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, আনসার ও র‍্যাব মোতায়েন রয়েছে। পাশাপাশি জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আশা করি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন শেষ হবে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে আসন শূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।

এদিকে এ আসনের উপ-নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার স্বার্থে লাইসেন্সধারীদের অস্ত্রের প্রদর্শন ও বহনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন জেলা প্রশাসক।

শেয়ার