চট্টগ্রামের আনোয়ারায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। গত সোমবার রাত ৮টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড আনোয়ারুল ইসলাম জামে মসজিদের পাশে ইদ্রীস মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওবাইদ হোসেন,নুরুল হক,মো. নাছির,সিরাজুল মোস্তফা,আবদুল মালেক,হাছান শরীফ,আব্দুছ ছমদ,জাফর আহমদ,মো. জাকারিয়া,ওবায়েদ হোসেন,আহমদ নূর, আব্দুন নূর, আব্দুল মালেক, নুরুল আলম, আহম্মদ ছাফা, আলী আকবরের নাম পাওয়া গেছে। বাকীদের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, এ ঘটনায় হাছান শরীফ ও নুরুল হক বাদী হয়ে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন, তবে পুলিশ জানান থানায় এমন কোনো অভিযোগ হয়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, জুইঁদন্ডী আনোয়ারুল ইসলাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় ছৈয়দ নূর ও নুরুল আলম এই দুই পক্ষের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। কয়েক মাস আগে কমিটির মেয়াদ শেষ হলে নুরুল আলম কাউকে কিছু না বলে এককভাবে একটি কমিটি করে মসজিদের দেয়ালে টানিয়ে দেয়। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। পরে এলাকাবাসীর মতামত ছাড়াই একজন ইমাম নিয়োগ দিলে বিরোধ বড় আকারে রুপ নেয়। সম্প্রতি নিয়োগ দেওয়া ইমামের ইসলামিক কিছু বিতর্কিত বক্তব্যে মুসল্লিদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুসল্লিরা এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে বর্তমান সভাপতির পক্ষের লোকজন সাধারণ মুসল্লিদের উপর হামলা চালায়। পরে সাধারণ মুসল্লিরা প্রতিরোধ করলে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নেয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মুহাম্মদ হাসান জানায়,গত সোমবার রাতে মসজিদ কমিটির বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে।খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোন পক্ষ অভিযোগ দেয় নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, জুঁইদন্ডী আনোয়ারুল ইসলাম জামে মসজিদ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২৭ মে উভয় পক্ষকে আমার অফিসে ডেকেছি। সবার সাথে কথা বলে ঘটনার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।