Top
সর্বশেষ

অপূর্ব-রুনার নতুন মিশন

২৯ এপ্রিল, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
অপূর্ব-রুনার নতুন মিশন
বিনোদন ডেস্ক :

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয়ে আগে থেকেই দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি। গত বছরের শেষ দিকে নিজের শারীরিক কাঠামোয়ও নিয়ে এসেছেন পরিবর্তন।

দীর্ঘদিনের চেনাজানা রুনা ধরা দিয়েছেন স্লিম, গ্ল্যামারাস হয়ে। এ বদলে যাওয়া রুনাকে নিয়ে এবার নতুন মিশন শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ঈদের ছুটির পর শুটিং শুরু করেছেন তারা। কাজ করেছেন ‘আউটসাইডার’ নামে একটি নাটকে। এটি রচনা করেছেন মেসবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করছেন রুবেল হাসান। মূলত স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর সন্তান নিয়ে নানা ধরনের সমস্যা ঘিরেই এ নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকে অপূর্ব ও রুনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এটি প্রচার হবে চ্যানেল আইতে।

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও রুনার সঙ্গে অভিনয় করেছি। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। জীবন ঘনিষ্ঠ গল্পে আবারও তার সঙ্গে কাজ করে ভালো লাগল। দর্শকেরও ভালো লাগবে নাটকটি।’

রুনা খান বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

শেয়ার