Top
সর্বশেষ

চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে

২৯ এপ্রিল, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুরে প্রায় ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এই সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায় নি।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার মজুমদার বলেন, আগুনের কারণে ট্রেন আসতে ও ছাড়তে দেরি হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। দাঁড় করিয়ে রাখা সোনার বাংলা এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করেছে। বিজয় এক্সপ্রেস আসছে, এরপর মহানগর ও গোধূলি আসবে।

 

শেয়ার