Top
সর্বশেষ

ব্যর্থ প্রেমের দায় নিজের কাঁধে নিলেন সালমান

৩০ এপ্রিল, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ
ব্যর্থ প্রেমের দায় নিজের কাঁধে নিলেন সালমান
বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম সফল অভিনেতা সালমান খান। খ্যাতি, যশ, প্রতিপত্তি—কোনোটারই অভাব নেই তার। তবে সব থাকলেও জীবনে নেই ভালোবাসার মানুষ। এখনও তিনি বিয়ে করেননি। কবে বিয়ে করবেন—প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সদ্য মুক্তি পাওয়া ‘কিসি কি ভাই কিসি কা জান’ ছবির প্রচারেও তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

সালমান বলেন, ‘যখন ঈশ্বর চাইবেন, তখনই হবে। বিয়ের জন্য দুজন মানুষ দরকার। প্রথমবার বিয়েটা হয়নি। কারণ আমি যখন হ্যাঁ বলেছিলাম, অন্যজন না বলেছিল। তারপর যখন একজন হ্যাঁ বলল, আমি না বললাম।’

বিয়ের জন্য এখনও সময় আছে। এমনটাই মনে করেন সালমান। তার কথায়, ‘এখনও সময় আছে। আমার বয়স ৫৭। এই বিয়েটাই প্রথম আর শেষ হবে। স্ত্রী হবে একজনই।’

সালমানের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু তার কোনো সম্পর্কই শেষমেশ টেকেনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার সব প্রাক্তন প্রেমিকারাই ভালো। দোষ আমার মধ্যেই। যখন প্রথমজন চলে গেল, দোষ তার হতে পারত। দ্বিতীয় ও তৃতীয়জনের ক্ষেত্রেও তাই হতে পারে। কিন্তু যখন চতুর্থজন চলে গেল, সন্দেহ জাগল। সমস্যাটা আদৌ ওদের না আমার! পঞ্চম ক্ষেত্রে হয়ত বিষয়টা ৬০:৪০। কিন্তু যখন অন্যরাও চলে গেল, তখন বুঝলাম দোষটা আমারই।’

ভেঙে যাওয়া প্রেম নিয়ে আক্ষেপ নেই, এমনটা নয়। তবে প্রাক্তনরা খুশি থাকুক, এমনটাই চান সালমান। এই বয়সে এসেও বিয়ে না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ছেন বলিউড ভাইজান!

শেয়ার