Top
সর্বশেষ

পরীক্ষার হলে গিয়ে জানলো বাবার মৃত্যুর খবর

৩০ এপ্রিল, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
পরীক্ষার হলে গিয়ে জানলো বাবার মৃত্যুর খবর
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

একদিকে জীবনের এক ধাপ এগিয়ে নেওয়ার পরিক্ষা, আরেকদিকে পরীক্ষার হলে প্রবেশ করতেই জন্মদাতা পিতার মৃত্যুর খবর আসে। মুহুর্তেই আবেগঘন পুরো হলরুম।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া (মনিনাগ) হেলু মেম্বার বাড়ির মিতু আক্তার। রবিবার সকালে সহপাঠীদের সাথে একসাথে পরীক্ষা কেন্দ্রে যায়।

হলরুম পেয়েছে, সিট নম্বার খুঁজে নিজ আসনে বসে। পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতু আক্তারের বাবা মো. টিটু (৪০) আর বেঁচে নেই। মুহুর্তের মধ্যেই আবেগঘন পুরো হলরুম।

বাবার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে এসএসসি পরিক্ষার্থী মিতু আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় সদ্য শুরু হওয়া এসএসসির বাংলা ১ম পত্র পরিক্ষা শেষ করে।

মিতু আক্তার হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে’সহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি। তার বড় মেয়ে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতুর বাবা আর পৃথিবীতে নেই। বিষয়টি মিতু জানার পর কান্নায় ভেঙে পড়ে। পরে আমি ও তার সহপাঠীরা বুঝিয়ে পরিক্ষা সম্পন্ন করতে সাহায্য করি।

পরিক্ষার্থী মিতু আক্তারের বাবার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

শেয়ার