Top
সর্বশেষ

বিয়ে করলেন সালমান মুক্তাদির

০২ মে, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
বিয়ে করলেন সালমান মুক্তাদির
বিনোদন ডেস্ক :

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে স্ত্রীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে সালমান লেখেন, ‘সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’

এদিকে সালমান নিজের বিয়ের ঘোষণা দিলেও খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়ত নতুন কোনও মজার কনটেন্ট! বিয়ের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য সালমান মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

তবে সালমান ও তার ‘স্ত্রী’ যে পোশাক পরেছেন, সেই পোশাকের ডিজাইনার সাফিয়া সাথী বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুকে সাফিয়া লিখেছেন, ‘রাত সাড়ে ১২টার দিকে টেক্সট দেখি ‘কাল আমার বিয়ে এবং আমি দুপুর ২টার আগে একটি পাঞ্জাবি অথবা শেরওয়ানি চাই। আপনাদের কি রেডিমেড কিছু আছে, যেটা আমি কিনতে পারি?’ আমি তাকে তাৎক্ষণিক জিজ্ঞেস করি, তুমি বলো এটা কোনও মজা না? সে বলল, ‘না সত্যিই কাল আমার বিয়ে।’

সালমানের বিয়ের স্ট্যাটাসে শুভকামনা জানাচ্ছেন তার অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা। চিত্রনায়িকা পরীমনি ইনস্টাগ্রামে সালমানের বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন সালমান।’

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।’

কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া ও আপু! তোমাদের দুজনের জন্যই খুব খুশি। আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের সামনে শান্তিময় ও সুখী জীবন দান করুন।’

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন।’

উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, ‘যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।’

শেয়ার