Top
সর্বশেষ

ঢাকার সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে অভিনয় ছাড়ার কথা বলেন সব্যসাচী

০৩ মে, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
ঢাকার সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে অভিনয় ছাড়ার কথা বলেন সব্যসাচী
বিনোদন ডেস্ক :

কয়েকমাস আগে বাংলাদেশে এসে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। এরপর দুই বাংলাতে এটা নিয়ে তুমুল চর্চা হয়। তবে সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতা জানালেন, তিনি অভিনয় ছাড়ছেন না। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অভিনয় ছাড়া প্রসঙ্গে সব্যসাচী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘মোটেই নয়। দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, আর কোনোদিন অভিনয় করব না।’

বাংলাদেশি সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে অভিনয় ছাড়ার কথা বলেছিলেন বলে জানান তিনি। সব্যসাচী বলেন, ‘আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এলো, আমি অবসর নিচ্ছি কি না। আমিও বললাম, তাহলে তাই। আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ওরকম উত্তর দিই। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।’

জানুয়ারি মাসে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন সব্যসাচী। সেখানেই তিনি অভিনয় ছাড়ার বিষয়ে কথা বলেছিলেন।

শেয়ার