Top
সর্বশেষ

রাজ কাপুরের বাড়ি ভাঙার আবেদন আদালতে খারিজ

০৪ মে, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
রাজ কাপুরের বাড়ি ভাঙার আবেদন আদালতে খারিজ
বিনোদন ডেস্ক :

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে তৈরি হোক শপিং মল। আদালতে এমনই আরজি জানিয়েছিলেন বাড়িটির বর্তমান মালিক। তবে আদালত এই মামলা খারিজ করেছেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনোভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে। এর আগে অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এ ভাবে রক্ষা করেছিলেন আদালত।

কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খারিজ করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে এই বাড়ি দুটির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

শোনা গেছে, কাদার নাকি কাপুর হাভেলির জন্য ২০০ কোটি রুপি দাম হাঁকিয়েছিলেন। কিন্তু তার বদলে পাক সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুই কোটি রুপির সামান্য কিছু বেশি মূল্যে বাড়িটি কেনার অনুরোধ জানানো হয়েছে। শেষ অবধি ওই দামেই বাড়ি কিনে নেয় সরকার।

শেয়ার