Top
সর্বশেষ

নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

০৪ মে, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি॥ :

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমি ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে বুড়া গৌরাঙ্গ নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমি ব্রীজের দক্ষিণ পাশে বুড়া গৌরাঙ্গ নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

শশীভূষণ থানার ওসি তদন্ত মো. জিল্লুর রহমান বলেন, উদ্ধার হওয়া নারী মধ্য বয়সী বলে ধারণা করা হচ্ছে। তার বাম পায়ে শিকলে বাঁধা অবস্থায় ছিল। পরনে বেগুনি রংয়ের সেলোয়ার রয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এ কর্মকর্তা জানান।

শেয়ার