Top
সর্বশেষ

কলকাতায় ট্যাক্সি চালাচ্ছেন চিরঞ্জীবী!

০৬ মে, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
কলকাতায় ট্যাক্সি চালাচ্ছেন চিরঞ্জীবী!
বিনোদন ডেস্ক :

কলকাতা সফরে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। পরনে তার ট্যাক্সিচালকের ইউনিফর্ম। চলছিল তেলেগু একটি ছবির শুটিং। তার সঙ্গে জুটি বেঁধে তামান্না ভাটিয়াও এসেছেন শহরে। ছবির নাম ‘ভোলা শংকর’।

পরিচালক মেহের রমেশের পরিকল্পনা অনুযায়ী ছবির কয়েকটি অংশে বর্ষীয়ান অভিনেতা ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন। সেই সুবাদে ঘুরে দেখলেন এসপ্ল্যানেড, কালিঘাট, ট্রামডিপো, ময়দান ও উত্তর কলকাতার বেশ কিছু অংশ।

প্রায় সত্তর ছুঁই ছুঁই নায়ককে ট্যাক্সিচালকের চরিত্রে দেখে অবাক পথচারীরাও। ছবিতে তামান্না একজন আইনজীবী। আগামী কয়েকদিন কলকাতায়ই এ ছবির শুটিং চলবে। ছবিতে আছেন কীর্তি সুরেশও। ছবিটি ‘ভেদালাম’ নামে এক তামিল ছবির রিমেক। ‘ভোলা শংকর’ ছবির পোস্টার খুব তাড়াতাড়িই মুক্তি পাবে। যেখানে বর্ষীয়ান অভিনেতা হলুদ ট্যাক্সিতে বসে সোয়্যাগ দেখাবেন ভরপুর। ছবি মুক্তি পাবে আগস্টে। চিরঞ্জীবীর শেষ কাজ ছিল গত বছরে, ‘গড ফাদার’। যেখানে ক্যামিও, চরিত্রে ছিলেন সালমান খান।

শেয়ার