Top
সর্বশেষ

শুভশ্রীর বাড়িতে নুসরাত

০৭ মে, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
শুভশ্রীর বাড়িতে নুসরাত
বিনোদন ডেস্ক :

প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি নুসরাতপুত্র ইশানকে। সামাজিক মাধ্যম থেকে ছেলেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। বহু আগে একঝলক অবশ্য দেখা গিয়েছিল তার ছেলেকে, তবে সে ছবি খুব একটা স্পষ্ট নয়। এবার পরিচালক রাজ চক্রবর্তীর কল্যাণে মিলল ইশানের আরও একঝলক। সঙ্গে শুভশ্রী ইউভান।

ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সম্প্রতি শুভশ্রীর আরবানার বাড়িতে গিয়েছিলেন নুসরাত। সঙ্গে গিয়েছিলেন ছোট্ট ইশান। সেখানেই ইউভানের সঙ্গে খেলায় মাতল ইশান।

তবে রাজ চক্রবর্তী তার ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল বারান্দায় ইশানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নুসরাত। পাশে ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে শুভশ্রী। আর এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রাজ লিখলেন, দেখুন তো চিনতে পারেন কি না!

রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবি থেকেই টলিউডে পা রাখেন নুসরা। সেইসময় থেকেই রাজের সঙ্গে দারুণ সম্পর্ক নুসরাতের। অনুরাগীরা তো ফের রাজের ছবিতে নুসরাতকে দেখতে চাইছেন। অনেকে আবার মনে করছেন, রাজের বাড়িতে নুসরাতের উপস্থিতি শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়। হয়তে ছবি নিয়ে রাজের সঙ্গে কথাও বলেছেন।

শেয়ার