Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়

০৭ মে, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মিরসরাই প্রতিনিধিঃ :

বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীবন বৈচিত্র পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিক ভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণামুখ এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বনবিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও সমাজতত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্য পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিকভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই প্রকল্পের সুবিধা ও অসুবিধা যাচাইয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত নেয়া প্রয়োজন। কারণ যেকোন পর্যটন কেন্দ্র বিকশিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কামাল হোসেন, সমাজতন্ত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুল করিম, অবসরপ্রাপ্ত বিভাগীয় বন সংরক্ষক শেখ নূর বখতিয়ার সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সিনিয়র গবেষণা সহায়ক মো. নূর আলী, গবেষণা সহায়ক সমেশ্বর সিনহা, বারইয়াঢালা রেঞ্জ কর্মকর্তা একেএম আলতাফ হোসেন, বারইয়াঢালা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মো. সরওয়ার উদ্দিন, বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বক্তব্য রাখেন।

শেয়ার