Top
সর্বশেষ

ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে নদীর তীরে জিও ব্যাগ ফেলছেন স্থানীয়রা

০৭ মে, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে নদীর তীরে জিও ব্যাগ ফেলছেন স্থানীয়রা
নোয়াখালী প্রতিনিধি: :

নোয়াখালীর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা হাতিয়া। মেঘনা নদীর বুকে থাকা দ্বীপটির বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। মেঘনার ভাঙা গড়া নিয়ে তাদের জীবন। স্বাধীনতার পর থেকে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলিন হয়েছে এই উপজেলার হাজার হাজার বাড়ি ঘর, বাজার, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নদী ভাঙন এই দ্বীপের সবচেয়ে বড় সমস্যা। তাই জন্মস্থান রক্ষায় নিজেদের উদ্দ্যোগে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার চেষ্টা করছেন স্থানীয়রা।

সরেজমিনে হাতিয়ার নলচিরা ঘাট এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে গত বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গাজীপুর থেকে জিও ব্যাগ আনার উদ্যোগ নেয় ‘হাতিয়া নদী শাসন ও তীর সংরক্ষণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জিও ব্যাগে বালু ভর্তি করে নদী ভাঙন রোধে কাজ শুরু করে তারা। গত বর্ষা মৌসুমে এবং সব শেষ ঘূর্ণিঝড় সিত্রাং এ বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় ব্যপক নদী ভাঙন হয়। গত বছরের ক্ষতিগ্রস্থ ৮ শত মিটার মেরামত ও নতুন করে নলচিরা ঘাটের পূর্ব-পশ্চিম এবং চরঈশ্বর ইউনিয়নের একটি অংশে আরও ৬ শত মিটার নদী ভাঙনে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এ মাসের (মে মাস) শেষ নাগাদ শেষ হবে জিও ব্যাগ ফেলার কাজ।

স্থানীয় ষাটোর্ধ আবু তৈয়ব বলেন, গত চল্লিশ বছর যাবত আমাদের দ্বীপে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অনেক বসত বাড়ি ও গ্রাম ভেঙ্গে তা এখন আফাজিয়া বাজার পর্যন্ত এসেছে। কয়েক হাজার ঘর, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্বে নদীর তীরে জিও ব্যাগ ফেলার কাজ করছি। উনার উদ্যোগে হাতিয়ার সর্বস্তরের জনসাধারণ নিজেদের পকেটের টাকায় এই কাজে অর্থায়ন করছে। এই পর্যায়ে হয়তো আমাদের কোন রকমে নদী ভাঙন রোধ হয়েছে। তবে সরকারি ভাবে বড় ধরণের কোন সহযোগিতা পেলে এই দ্বীপের নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে।

আফাজিয়া বাজারের ব্যবসায়ী মোঃ ইউনুছ বলেন, হাতিয়ার দীর্ঘদিনের নদী ভাঙন রোধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করা হলেও তা রোধ করা যায়নি। বরং দিনদিন নদী ভাঙনের পরিমাণ বেড়েই চলছে। নদী ভাঙন রোধে আমরা নিজেরাই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি এবং স্থানীয় সকল দলমতের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নদীর তীরে জিও ব্যাগ ফেলার কাজ করছি। আমাদের এ উদ্যোগের পাশাপাশি সরকার যদি বড় ধরণের প্রকল্প গ্রহণ করে, তবে এ দ্বীপের সাড়ে ৭ লক্ষ মানুষ নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

নিজেদের উদ্যোগে যতটুকু পারছেন ভাঙন রোধে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। তবে তাদের দাবী হাতিয়াবাসীকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে হলে সরকারি উদ্যোগে স্থায়ীভাবে নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে নির্মাণের দাবি করেছেন এই দ্বীপে বসবাস কারী লোকজন।

গত বছরের ফেলা জিও ব্যাগে ভাঙন রোধ হওয়ায় দ্বীপের মানুষের মনে আশা জেগেছে। মেঘনার অব্যাহত ভাঙনে যুগ যুগ ধরে নিজেদের অনেক সম্পদ হারিয়েছেন দ্বীপবাসী। নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। তাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাতিয়া নদী শাসন ও তীর সংরক্ষণ’ উদ্যোগ নিয়ে স্থানীয়দের সহযোগিতায় চলতি বছরও জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধে কাজ করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাতিয়া নদী শাসন ও তীর সংরক্ষণ’ এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন মুহিন জানান, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এর নেতৃত্বে ও সংযোগিতায় আমাদের এই তীর সংরক্ষণের কাজ চলছে। এই কাজে আমাদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে। আশা করি আমরা এই কাজে সফল হব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবী, নদী ভাঙন রোধে একনেকে যে প্রকল্পটি রয়েছে তা যেন দ্রæত অনুমোদন করে বাস্তবায়ন করা হয়।

সংগঠনটির সভাপতি নাঈম উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন সময় সরকারের উর্দ্ধতন কর্তাব্যক্তিরা এই দ্বীপের ভাঙন রোধে স্থায়ীভাবে দেয়ার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। যার ফলশ্রুতিতে হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে আমরা নদী ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে নদীর তীরে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করি। গত বছরের ফেলা জিও ব্যাগ গুলো থাকার কারণে ঘূর্ণিঝড় সিত্রাং এ আমাদের এই দ্বীপের বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে আমাদের অনেকগুলো জিও ব্যাগ নষ্ট হয়ে গেছে। এবছর আবার জিও ব্যাগ ফেলার কাজ চলছে। আমরা চাই এই দ্বীপ রক্ষায় সরকার স্থায়ী প্রকল্প গ্রহণ করুক। তাহলে নদী ভাঙনের হাত থেকে হাতিয়ার সাড়ে ৭ লক্ষ মানুষ রক্ষা পাবে।

শেয়ার