Top
সর্বশেষ

চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত আরও ২৩২

০৭ মে, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত আরও ২৩২
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রামের ১৪ উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ডায়রিয়া আক্রান্তের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এসব তথ্য জানা যায়। গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগী ভর্তি হন। গত বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে জানায়, গত শনিবার ১৫ উপজেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৩২ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, সন্দ্বীপে এক, সীতাকুণ্ডে ১৪, ফটিকছড়িতে ১৪, রাউজানে ১১, হাটহাজারীতে আট, বোয়ালখালীতে ২৩, রাঙ্গুনিয়ায় ১০, পটিয়ায় ৩০, বাঁশাখালীতে ১৬, আনোয়ারায় ২৯, সাতকানিয়ায় ১২, লোহাগাড়ায় ১৬ ও চন্দনাইশে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে অনুসন্ধান কমিটির সভাপতি করা হয় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভিকে। পাশাপাশি ডায়রিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিটি উপজেলায় মাইকিং করা হচ্ছে। গ্রামবাসীকে বাইরের খোলা ও বাসি খাবার পরিহার করার জন্য অনুরোধ জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে টিম প্রস্তুত রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ রোগী একদিনে ভালো হয়ে উঠছেন। আবার কারও কারও বেশি সময় লাগছে।

শেয়ার