Top
সর্বশেষ

নিরাপদ চিকিৎসা চাই আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

০৭ মে, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
নিরাপদ চিকিৎসা চাই আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: :

নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) কুমিল্লার দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নিরাপদ চিকিৎসা চাই (নিচচা) কুমিল্লা জেলা শাখার আয়োজনে উপজেলার গৌরীপুর বাজারের বিবি শপিং মলের ২য় তলার মমিন হোমিওপ্যাথি মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিচিচা কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আলী আশরাফ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক হালিম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সিকদার, সাংবাদিক শরীফ প্রধান, ইবরাহিম রাসেল, ইসমাইল হোসেন তালুকদার, সজিব সরকার, রনবির বনিক, রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী।

শেয়ার