Top
সর্বশেষ

এবার লক্ষ্যমাত্রারও তিনগুণ বেশি জমিতে সরিষার আবাদ

০৭ মে, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
এবার লক্ষ্যমাত্রারও তিনগুণ বেশি জমিতে সরিষার আবাদ
চট্টগ্রাম প্রতিনিধি:: :

ভোজ্যতেলের চাহিদা মেটাতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় এইবার মিরসরাইয়ের লক্ষ্যমাত্রার দ্বিগুণ সরিষা আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, সরিষা চাষে অল্প পুঁজিতে বেশি লাভ। এ কারণে উপজেলায় এবার সরিষা চাষ বেড়েছে। ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষা আবাদে জোর দিয়েছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর মিরসরাইয়ে ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ হেক্টর জমিতে। সরিষা চাষিদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তার আশা করছেন এইবার সরিষার ভালো ফলন হবে। জানা গেছে, সরিষার একাধিক জাত চাষ হয়েছে। এর মধ্যে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বিনা সরিষা-৮ ও বিনা সরিষা-৯ জাতের চাষাবাদ বেশি হয়েছে। এবার উপজেলার দুর্গাপুর, খৈয়াছড়া, ইছাখালী ও করেরহাট ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা আবাদ করা হয়েছে।

উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, এবার উপজেলা প্রায় ৩২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছে ৬০ হেক্টর জমিতে। সরিষা চাষের জন্য প্রায় ৩০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরিষা চাষের জন্য উপযোগি মাটি হচ্ছে দোঁআশ মাটি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার ৩২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর চাষ হয়েছিল মাত্র ১৬০ হেক্টর জমিতে। সরকার চলতি বছর ১৫৭ হেক্টর লক্ষ্যমাত্রা বেঁধে দিলে নড়েচড়ে বসে কৃষি অধিদপ্তর। উপজেলা প্রশাসন সরিষা আবাদের জন্য ৩২০ কৃষককে ৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছেন। এছাড়া উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ও ১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু ব্যক্তিগত উদ্যোগে ১৭০জন চাষীকে সরিষা বীজ ও ইউরিয়া বিতরণ করেছেন।

চলতি বছর উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৯ ও বিনা-৪ জাতের সরিষার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে বারি-১৪ জাতের সরিষা। এটি প্রতি হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.২ মেট্রিকটন। সবচেয়ে বেশি আবাদ হয়েছে করেরহাট, দুর্গাপুর ও খৈয়াছরা ইউনিয়নে। এই তিন ইউনিয়নে ৯৪ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তার মধ্যে দুর্গাপুর ইউনিয়ে ৩০ হেক্টর, খৈয়াছরায় ৩৯ হেক্টর ও করেরহাট ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। প্রতি কেজি সরিষা ১৫০ টাকা করে বাজারে বিক্রি হচ্ছে। সে হিসেবে ১.২ মেট্রিকটন সরিষার বাজারমূল্য প্রায় ৫২ কোটি টাকা।

উপজেলার দক্ষিণ মধ্যম অলিনগরের চাষী গনি আহম্মদ বলেন, গত বছর ১৮ শতক জমিতে বারি-১৪ সরিষা চাষ করেছি। ফলন হয়েছে ৩০ কেজি। এবার একই জাতের সরিষা ৩০ শতক জমিতে চাষ করা হয়েছে । আগের বছর এর তুলনায় এবছর ভালো ফলন হবে আশাবাদী।

ওয়াহেদপুর এলাকার চাষী নুরু হুদা বলেন, ‘তিন মাসের মধ্যে সরিষার ফলন ঘরে তোলা যায়। এবার বিনামূল্যে সরিষার বীজ পেয়েছি। প্রায় ৮০ শতক জমিতে সরিষা আবাদ করেছি। ফলন ভালো পাওয়ার আশা করছি। ৮০ শতকে চাষাবাদে প্রায় ১১ হাজার টাকার মতো খরচ হয়েছে। প্রতি কেজি সরিষা ১৫০ টাকায় বিক্রি হয়। সেইসঙ্গে ভোজ্যতেলের চাহিদা মেটাতে পারবো।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা সবচেয়ে বেশি বারি-১৪ জাতের সরিষা আবাদ হয়েছে।

 

শেয়ার