Top
সর্বশেষ

মিমির আবদার পূরণ করলেন শাহরুখ

০৮ মে, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
মিমির আবদার পূরণ করলেন শাহরুখ
বিনোদন ডেস্ক :

মিমি চক্রবর্তী বলে কথা, তার আবদার রাখবেন না শাহরুখ! এ-ও আবার হয় নাকি? যথারীতি, কিছুদিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হলো। কিন্তু কী এমন চেয়েছিলেন তিনি?

মিমি চক্রবর্তী নিজের নাম লেখা কলকাতা নাইট রাডার্সের জার্সি চেয়েছিলেন। টুইট করেছিলেন তিনি। তবে, বেশিদিন অপেক্ষা করতে হলো না তাকে। নিজের নাম লেখা জার্সি হাতে পেতেই উচ্ছ্বসিত বাংলার অভিনেত্রী। কলকাতার জার্সি বলে কথা, এই আনন্দ কোথায় রাখবেন? যথারীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সুখবর।

কলকাতা নাইট রাইডার্সের তরফে সেই ছবি পোস্ট জানানো হয়েছে, মিমি দারুণ লাগছে। আমাদের দলের হয়ে চিয়ার করছেন আপনি। ধন্যবাদ। হাসিমুখে জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সকলেই বলছেন, আপনার আবদার পূরণ করলেন কিং খান।

‘রক্তবীজে’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি। বেশকিছুদিন তাকে রাজনীতির কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না। তবে, সামনেই সিনেমার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আবিরের সঙ্গে শুটিং শেষ করে ফিরেছেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের ছবি দিয়েই আগুন তুলেছেন তিনি।

শেয়ার