Top
সর্বশেষ

চাঞ্চল্যকর অটোরিকশা চালক উজ্জ্বল হত্যা ঘটনায় আটক-৫

০৮ মে, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
চাঞ্চল্যকর অটোরিকশা চালক উজ্জ্বল হত্যা ঘটনায় আটক-৫
শেরপুর প্রতিনিধি: :

শেরপুর জেলা সদরের খুনুয়ার চাঞ্চল্যকর ব্যাটারিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেন(৪২) হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে র‍্যাব। এসময় ছিনতাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মুহিবুল ইসলাম খান জানান, গত ২৯ এপ্রিল শেরপুর সদরের ভীমগঞ্জে একটি ধান ক্ষেত থেকে উজ্জ্বল হোসেন নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়ার হলু মিয়ার ছেলে উজ্জ্বল হোসেনকে ২৮ এপ্রিল রাতে খুন করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করা হয়। এরপর র‍্যাব প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত শামীম মিয়াকে ৭মে দুপুরে ঢাকার ধামরাই থেকে আটক করে। শামীম শেরপুর সদরের রঘুনাথপুরের সুরুজ মিয়ার ছেলে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন, রুবেল, সুলতান ও মঞ্জুরুল হককে আটক করে। এসময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব১৪ এর কোম্পানি কমন্ডার, আশিক উজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার