Top
সর্বশেষ

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০৮ মে, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি : :

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে একই এলাকার কয়েকজন শিশু মিলে সিরাজাবাদ মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরের বিপরীতে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, সিরাজাবাদ গ্রামের মোঃ ইব্রাহিমের স্কুল পড়ুয়া ছেলে সীমান্ত (৮) ও গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি গ্রামের মোঃ শুক্কুর আলীর ছেলে মিনাল (৮) ডুবে যায়। তাদের সঙ্গে গোসল করতে যাওয়া অন্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে।পরে তাদেরকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য নিহত মিনাল সিরাজাবাদ গ্রামে তার নানার বাড়ীতে ১ বছর থেকে বসবাস করছিলো। ইসলামপুর থানার এসআই মোঃ মাসুদ রানা বলেন, দুই শিশুর পরিবারের কোন অভিযোগ নেই। মৃত দেহের সুরতহাল প্রস্তুতি চলছে।

শেয়ার