Top

বাংলাদেশের বিমা খাত নিয়ে আন্তর্জাতিক সেমিনার

০৮ মে, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশের বিমা খাত নিয়ে আন্তর্জাতিক সেমিনার
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের বিমা খাতের উন্নয়নে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং ভারতের বিরলা ইনস্টিটিউট এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি (বিমটেক)। সোমবার ( ৮ মে) সকালে রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এ সেমিনার শুরু হয়েছে।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ; আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী; বিমটেক এর চেয়ারম্যান প্রফেসর অভিজিৎ কে চট্টোরাজ; বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল প্রমুখ।

সেমিনারে শেখ কবির হোসেন বলেন, বলেন, বিভিন্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ক্ষতি হচ্ছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করতে হয়। কিন্তু যদি তাদের বিমা থাকতো তাহলে তারা স্বাভাবিকভাবে ক্ষতিপূরণ পেয়ে যেত। এজন্য তিনি কিছু কিছু ক্ষেত্রে বিমা বাধ্যতামূলক করার দাবি জানান।

সময়োপযোগী বিমা পরিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন নতুন প্রোডাক্ট না আনার কারণে জিডিপিতে বিমা খাতের অবদান খুবই কম। বঙ্গবন্ধুর হাতে গড়া এই খাতের অবদান থাকা উচিত চার/পাঁচ থেকে সাত শতাংশ।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ নেপালে টমেটোরও বিমা করা হয়, আমাদের দেশের সেরকম কিছু নেই। বিভিন্ন দেশের নাগরিকদের যে চিকিৎসা হয় তাও বিমার আওতায়। আমাদের দেশেও এমনটি চালু করা উচিত।

সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের সেমিনার থেকে আমাদের শিক্ষা নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা শেখার চেষ্টা করব এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো।

শেয়ার