Top
সর্বশেষ

আইনি পদক্ষেপ নেবেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

০৯ মে, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
আইনি পদক্ষেপ নেবেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক
বিনোদন ডেস্ক :

কেরালা, তামিলনাড়ুর পর এবার বাংলায় নিষিদ্ধ পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সোমবার নবান্নে সংবাদ সম্মেলনে এই ছবিকে বিকৃত তথ্যে ভরপুর বলে সম্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন তিনি। তারপরই ‘দ্য কেরালা স্টোরি’কে রাজ্যে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য ভারতীয় গণমাধ্যমকে ছবির পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘নিষিদ্ধ শব্দটাই ভুল। এই ছবি সেন্সর বোর্ডে পাশ হয়েছে, আর সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছবি দেখানো বন্ধ করা যাবে না। নিষিদ্ধ করার বিষয়টা তার (মুখ্যমন্ত্রী) ব্যক্তিগত পছন্দের হতে পারে। আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।’

সুদীপ্ত সেন আরও বলেন, ‘এই ধরনের পদক্ষেপ একেবারেই অবৈধ। যে ছবিকে সেন্সর বোর্ড পাশ করেছে এবং তার পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ছবি দেশের নাগরিকদের দেখার অধিকার রয়েছে। সেই ছবির স্ক্রিনিং বন্ধ করার কোনও আইন আছে কি না জানা নেই। তবে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা রয়েছে। আমরা আইনের পথেই যা করার করব।’

রাজ্যের কোন কোন সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ চলছে তার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে একটা তালিকাও তৈরি করতে বলেন। মুখ্যসচিবকে এই ছবি নিষিদ্ধ করার কথাও বলেন। রাজ্য ধর্মীয় ঘৃণা ছড়ানো রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার