Top
সর্বশেষ

চট্টগ্রামে দুই যুবক খুন

০৯ মে, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামে দুই যুবক খুন
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড় এলাকায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পাহাড়তলীতে দুই যুবক নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিহত মো. সজীব (২০) মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যাটারি রিকশা চালক। অপরজন হচ্ছেন মো. মাসুম (১৯)। মাসুম ব্যাটারির মিস্ত্রি। তারা পাহাড়তলীর ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, গত সোমবার গার্লফ্রেন্ড নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয়পক্ষ। পরে আবার দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। সেই ঘটনার বিরোধ মিটমাটের বৈঠকে একপক্ষ পেছন থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

শেয়ার