Top
সর্বশেষ

নোয়াখালীর চাটখিলে বন্দুক ও গুলি সহ আটক-১

০৯ মে, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
নোয়াখালীর চাটখিলে বন্দুক ও গুলি সহ আটক-১
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরকোট ইউনিয়নের বদলকোট-দশঘরিয়া সড়কের বাইশসিন্ধু গ্রামের আমির হোসেনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের সেকান্দার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাইশসিন্ধু গ্রামের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র সহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে এসআই আবদুস সামাদ মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাইশসিন্ধু গ্রামের আমির হোসেনের বাড়ির সামনের সড়ক থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত শফিকুল ইসলাম একজন অস্ত্রধারী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার