Top
সর্বশেষ

ইস্কন মন্দির ভাংচুর ও হত্যাকান্ডের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

০৯ মে, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
ইস্কন মন্দির ভাংচুর ও হত্যাকান্ডের মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ইস্কন মন্দিরে হামলা, ভাংচুর ও হত্যাকান্ডের মামলার প্রধান আসামী মোঃ আবুল কাশেমকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে দুর্গা পূজায় মন্দিরে হামলা, ভাংচুর, নাশকতা ও হত্যাকান্ডের ঘটনায় বেগমগঞ্জ থানায় ৮ টি মামলাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাইজদী টাউন হল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কাশেম বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানান, গ্রেফতার এড়াতে আবুল কাশেম দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাইজদী টাউন হল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আসামি আবুল কাশেম হত্যা, ইসকন মন্দিরে হামলা ও ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় ৮ টি মামলার এজাহার ভুক্ত আসামি। তার বিরুদ্ধে ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আবুল কাশেম একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লায় কোরআন অবমাননাকে কেন্দ্র করে ২০২১ সালের ১৫ অক্টোবর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জুমার নামাজের পর মুসল্লিদের একটি বিশাল মিছিল থেকে হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠান, একাধিক মন্দির ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং হামলায় ইস্কন মন্দিরের দুই ভক্ত নিহত হন।

শেয়ার