Top
সর্বশেষ

ক্ষতিগ্রস্থ কালভার্ট দিয়ে মানুষের চলাচলে চরম দুর্ভোগ

১০ মে, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
ক্ষতিগ্রস্থ কালভার্ট দিয়ে মানুষের চলাচলে চরম দুর্ভোগ
শেরপুর প্রতিনিধি : :

শেরপুর সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ও ধলা ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা চকপাড়া গ্রামে অবস্থিত কালভার্টটি গত ৬ মাস আগে ভেঙ্গে দুমরে-মুচরে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে পথচারীরা। ফলে ওই সময় থেকে দুই ইউনিয়নের লোকজনের ব্যবসা বানিজ্য ও চলাচলের ভাটা পড়ে।

শেরপুর পৌর শহরের শেষ সীমানার কাছাকাছি। পাকুড়িয়া চকপাড়া গ্রামটির প্রবেশমুখেই ছোট কালভার্টটি ভেঙে যাওয়ায় বিকল্প কোনো রাস্তা না থাকায় কোনো ভারি গাড়ী চলাচল তো দূরের কথা কালভার্টের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে সাধারণ মানুষ চলাচলসহ মালবাহী অটোরিকশা চলাচল করতে দেখা যায়।

ঝুঁকিপূর্ণ ভাবে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জেলা শহরে অধিকাংশ সময় যানজট লেগে থাকার কারণে ছোটখাটো যানবাহন নকলা,ময়মনসিংহ ও ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওই কালভার্টের উপর দিয়েই বিকল্প রাস্তা হিসেবে চলাচলের একমাত্র ভরসা ছিলো। কিন্ত দীর্ঘদিন যাবৎ কালভার্টটি ভেঙে যাওয়ায় ওই সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের চাপ শহরেও প্রভাব পড়ছে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা মো. তারা মিয়া জানান, ‘কিছুদিন আগে সংকোচিত রাস্তাটি মেরামত করা হলেও ওই সময় যদি এই ভাঙ্গা কালভার্টটি সংস্কার করা হতো তাহলে আজ আমাদের এ দুর্ভোগ পোহাতে হতো না।’

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী জানান, ইতিমধ্যেই চকপাড়া গ্রামের ওই কালভার্টটির টেন্ডার হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই কালভার্টের কাজ শেষ করা হবে।

শেয়ার