চট্টগ্রামের পতেঙ্গায় একটি রিকশার ওপর কনটেইনার পড়ে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে লরি থেকে কনটেইনার রিকশার ওপর হেলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এসময় তারা ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করলেও তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি বড় কন্টেইনার রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। ক্রেন দিয়ে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।